ঢাকা,  বুধবার  ২৪ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

প্রণোদনা প্যাকেজ থেকে সহজে ঋণ পাবে গ্রাহক

প্রকাশিত: ১৭:০৪, ১০ মে ২০২০

প্রণোদনা প্যাকেজ থেকে সহজে ঋণ পাবে গ্রাহক

কেন্দ্রীয় ব্যাংকর ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং নীতিমালার শর্ত পূরণ না করেও এখন ঋণ আবেদন করতে পারবেন গ্রাহক। এর মাধ্যমে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ থেকে ঋণ নেয়ার প্রক্রিয়া আরো সহজ করলো কেন্দ্রীয় ব্যাংক।

রোববার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নীতিমালা জারি করা হয়েছে।

করোনাভাইরাসের কারণে দাপ্তরিক কার্যক্রম সীমিত হয়ে পড়ায় আইসিআরআর কার্যক্রম ব্যাহত ও গ্রাহকের প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহে বিঘ্ন সৃষ্টি হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এতে বলা হয়, এই দুর্যোগ অবস্থায় শিল্প ও সেবা খাতের কার্যক্রম দ্রুত চালু করার জন্য প্রণোদনা প্যাকেজের ঋণ সুবিধা দিতে আইসিআরআর সম্পন্ন না করেও ব্যাংক ঋণ দিতে পারবে।

তবে প্রতিটি ব্যাংক বর্তমান নিজস্ব নীতিমালার আওতায় ঋণ ঝুঁকি বিশ্লেষণের মাধ্যমে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে গ্রাহক নির্বাচন করবে। এক্ষেত্রে সার্কুলারের সঙ্গে সংযুক্ত একটি ফরম পূরণ করতে হবে প্রতিটি গ্রাহককে।

গাজীপুর কথা

    আরো পড়ুন