ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

পোশাকে পৌনে ২ হাজার কোটি টাকা রফতানি আয় বেড়েছে

প্রকাশিত: ০৫:৩৪, ২৪ জুন ২০২১

পোশাকে পৌনে ২ হাজার কোটি টাকা রফতানি আয় বেড়েছে

চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম ১১ মাসে পোশাক খাতে রফতানি আয় হয়েছে পাঁচ হাজার ৬০২ কোটি ৩৭ লাখ টাকা। এর আগের অর্থবছরে একই সময়ে এ আয় ছিল তিন হাজার ৮৪৫ কোটি ১৯ লাখ আট হাজার টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে এক হাজার ৭৫৭ কোটি ১৭ লাখ দুই হাজার টাকা বেশি।
পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, তৈরি পোশাক, নিটওয়্যার এবং ওভেন- পোশাকের এ তিন খাত থেকেই রফতানি আয় হয়। তিনটি খাতের মধ্যে তৈরি পোশাক খাত থেকে ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের মে পর্যন্ত সময়ে দুই হাজার ৪৫৬ কোটি ১৮ লাখ পাঁচ হাজার টাকার রফতানি আয় হয়েছে। এর আগের বছর একই সময়ে আয় ছিল দুই হাজার ৫৭০ কোটি ৮৯ লাখ তিন হাজার টাকা।

নিটওয়্যার খাত থেকে ১১ মাসে রফতানি আয় হয়েছে এক হাজার ৫৩৬ কোটি ২৩ লাখ দুই হাজার টাকা। এর আগের বছর যা ছিল এক হাজার ২৭৪ কোটি ৩০ লাখ পাঁচ হাজার টাকা। এছাড়া ওভেন খাত থেকে রফতানি আয় হয়েছে এক হাজার ৩১৯ কোটি ৯৫ লাখ তিন হাজার টাকা। এর আগের বছর যা ছিল এক হাজার ২৭৪ কোটি ৩০ লাখ পাঁচ হাজার টাকা।

গাজীপুর কথা