ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

পেটের ডান দিকে ব্যথা মানেই কি অ্যাপেনডিসাইটিস?

প্রকাশিত: ১৫:২১, ২২ ফেব্রুয়ারি ২০২০

পেটের ডান দিকে ব্যথা মানেই কি অ্যাপেনডিসাইটিস?

জানেন কি, পেটের ডান পাশের ব্যথা কেন হয়?
পেটে ব্যথা কম বেশি সবারই খুব সাধারণ সমস্যা। খাবারের একটু এদিক সেদিক, কোষ্ঠকাঠিন্য বা বদহজম হলে পেটে ব্যথা হতেই পারে। এ ধরনের ব্যথা কোনো ওষুধ ছাড়াই অনেক সময় ভালো হয়ে যায়।

তবে পেটের নির্দিষ্ট কোনো দিকে তীব্র ব্যথা অনুভব করলে তা সাধারণভাবে নেবেন না। বিশেষ করে পেটের ডান দিকে ব্যথা অ্যাপেনডিসাইটিস এর লক্ষণ।

অ্যাপেনডিসাইটিস হলো অ্যাপেন্ডিক্সের প্রদাহ। যা আপনার পেটের নীচের ডানদিকে, বৃহত অন্ত্রের শুরুতে সংযুক্ত একটি আঙুলের আকারের থলি। অ্যাপেনডিসাইটিসের ব্যথা নাভির চারপাশে শুরু হয়ে পেটের ডান দিকে চলে আসে। এ ব্যথা কোনো কিছুর সঙ্গেই তুলনা করা যায় না। আর এ ব্যথা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় অ্যাপেন্ডিক্সের অপসারণ। আপনি যদি ব্যথা উপেক্ষা করেন তবে এটি ফেটে যেতে পারে। তখন আরো বেশি সমস্যা দেখা দিতে পারে। তাই শুরুতেই এর চিকিৎসা করান।

তবে অ্যাপেনডিসাইটিস ছাড়াও পেটের ডান দিকে ব্যথা হতে পারে। জেনে নিন সে কারণগুলো- 

> অনেকে আছেন একটানা অনেক সময় ধরে ব্যায়াম করেন। পেশীর ক্লান্তি, ডিহাইড্রেশনের ফলেও অনেক সময় পেটের ডান দিকে ব্যথা অনুভূত হতে পারে। 

> কিডনির অবস্থান আমাদের পেটের নিচের অংশেই। কিডনিতে পাথর হলে আপনার পেটের ডানদিকে ব্যথা হতে পারে। এছাড়াও নিম্ন পিঠে ব্যথা, তলপেটে ব্যথা  কিডনিতে পাথর হওয়ার কয়েকটি সাধারণ লক্ষণ।    

>মূত্রনালীতে পাথর হলেও  অনেক সময় পেটের ডান দিকে ব্যথা হতে পারে। তবে তা খুবই কম। 

তাই এ ধরনের ব্যথাকে উপেক্ষা না করে শুরুতেই চিকিৎসকের পরামর্শ নিন।

সূত্র: টাইমসঅবইন্ডিয়া 

গাজীপুর কথা