ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

পূবাইলে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন কর ডিজিটালাইজেশন প্রকল্প

প্রকাশিত: ০৬:০২, ১১ ডিসেম্বর ২০২০

পূবাইলে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন কর ডিজিটালাইজেশন প্রকল্প

‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’– এ স্লোগান ধারণ করে তিন দিনব্যাপী কর প্রদানে ভূমিসংক্রান্ত তথ্য সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে। গাজীপুর মহানগরীর পূবাইলের হায়দরাবাদ শুকুন্দিরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে বৃহস্পতিবার এ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) এমডি শামসুল আরেফিন। 

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে উন্নয়ন কর প্রদানের সফটওয়্যার পাইলটিং হোল্ডিং আপডেটের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। ফলে ভূমি কর বা খাজনা ঘরে বসে অনলাইনে দিতে পারবেন সেবা গ্রহীতারা। পাশাপাশি ভূমি অফিসের অনিয়ম-দুর্নীতি কমবে। বাড়বে রাজস্ব আদায়।

কর্মসূচির উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর শাহীনুল আলম মৃধা, পূবাইল ভূমি সহকারী কর্মকর্তা খন্দকার জাবেদ সারোয়ার, মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মৃধা ও পূবাইল ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারীরা। 

গাজীপুর কথা