ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

পূবাইলে একটি গোডাউনে মিলল পল্লী বিদ্যুতের প্রায় ২০ লাখ টাকার তার

প্রকাশিত: ১৫:৩৬, ৪ জুলাই ২০২০

পূবাইলে একটি গোডাউনে মিলল পল্লী বিদ্যুতের প্রায় ২০ লাখ টাকার তার

গাজীপুর সিটির পূবাইলের হায়দরাবাদে করোনা পরিস্থিতিতে দেশে চাল, ডাল, তেলের পর এবার আবুলের গোডাউনে মিলল পল্লী বিদ্যুতের ১৬ ড্রাম ইনটেক তার। যার মূল্য প্রায় ২০ লাখ টাকা।

এ ব্যাপারে নড়াইলের বিজ্ঞান নামক একজন তার কার্টারকে আটক করেছে পুলিশ। অন্য ৪-৫ জন পালিয়ে যায়।

শুক্রবার রাত ৮টা সময় স্থানীয় জনতা পূবাইল থানার হায়দরাবাদ জিড়াইতলী সাবের মার্কেটের পাশে তার কাটার বিকট শব্দ পেয়ে সন্দেহ হলে স্থানীয়রা গোডাউনে প্রবেশ করে। সেখানে তারা দেখে বিপুল পরিমাণ পল্লী বিদ্যুতের ইনটেক তার কেটে কেটে ছোট করছে।

স্থানীয় সাংবাদিকদের খবর দিলে গোডাউন মালিক গাজীপুর সিটির গাছা থানার ৩৮নং ওয়ার্ড খাইলকুরের আবুল হোসেন ও জিয়াউর রহমান জিয়া সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। অন্য দিকে শুক্রবার রাতে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর এজিএম বাদী হয়ে পূবাইল থানায় মামলা করেন।

পূবাইল মেট্রো থানার ওসি নাজমুল হক ভূঁইয়া সাংবাদিকদের জানান, বড় ধরনের সিন্ডিকেট ছাড়া এত বড় পুকুরচুরি সম্ভব নয়। ইনটেক ১৬ ড্রাম তার পূবাইলের নির্জন গোডাউনে এল কীভাবে তা খতিয়ে দেখা হবে। তবে পল্লী বিদ্যুতের কারো সম্পৃক্ততা নেই সেটা উড়িয়ে দেয়া যায় না।

গাজীপুর কথা