ঢাকা,  বৃহস্পতিবার  ১৮ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

পবিত্র কোরআনে বর্ণিত তীন ফলের চাষ হচ্ছে শ্রীপুরে

প্রকাশিত: ১৪:৫৯, ৯ আগস্ট ২০২০

পবিত্র কোরআনে বর্ণিত তীন ফলের চাষ হচ্ছে শ্রীপুরে

‘ওয়াত্তীনি ওয়াযাইতূনি। পবিত্র কোরআনে কারিমের ত্রিশতম পারার ৯৫ নম্বর সূরার প্রথম আয়াত এটি। বর্ণিত সূরায় আল্লাহতায়ালা তীন গাছের নামে শপথ করেছেন। সূরার প্রথম শব্দ তীন অনুসারে এ সূরার নামকরণ করা হয়েছে- সূরা আত-তীন। তীনের বাংলা অর্থ আঞ্জীর বা ডুমুর। মধ্যপ্রাচ্য এবং পশ্চিম এশিয়ায় এ ফলের উৎপাদন বাণিজ্যিকভাবে করা হয়।

তবে গাজীপুরের শ্রীপুরের দক্ষিণ বারতোপা গ্রামে বাণিজ্যিকভাবে তীন ফলের চাষ করেছে মডার্ন এগ্রো। বাগান থেকে ছবিটি তুলেছেন একটি অনলাইন পত্রিকার প্রতিবেদক সাদেক মিয়া।

গাজীপুর কথা