ঢাকা,  বুধবার  ২৪ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

নাসিরনগরে অদ্ভুত আকৃতির শিশুর জন্ম, দেখতে লোকজনের ভিড়

প্রকাশিত: ১৫:৪০, ১৭ ফেব্রুয়ারি ২০২১

নাসিরনগরে অদ্ভুত আকৃতির শিশুর জন্ম, দেখতে লোকজনের ভিড়

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় অদ্ভুত আকৃতির এক ছেলে শিশুর জন্ম হয়েছে। বুধবার সকালে উপজেলার ভলাকূট ইউনিয়নের বাঘী গ্রামে শিশুটির জন্ম দেন মমতা সরকার (২৬) নামে এক নারী।

শিশুটি জন্ম নেওয়ার পর চোখগুলো আছে কপালের দিকে, মাথার উপরে রয়েছে একটি মাংস পিণ্ড। এমন আকৃতি থাকায় ‘দেবতার জন্ম হয়েছে’ বলে চারদিকে প্রচার হতে থাকে। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন শিশুটিকে একনজর দেখতে ওই বাড়িতে ভিড় জমান।

শিশুটিকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। শিশুটির বাবা নয়ন সরকার (৩০) একজন জেলে। এ শিশু ওই দম্পতির দ্বিতীয় সন্তান। এর আগে তাদের একটি মেয়ে সন্তান রয়েছে।
শিশুটির বাবা নয়ন সরকার জানান, আমি একজন গরিব মানুষ। এমন সন্তান জন্ম নেওয়ায় বিপাকে আছি। পরিবারের সদস্যরা এই পর্যন্ত তার লিঙ্গ শনাক্ত করতেও পারেনি। শিশুটি দেখতে অনেকটা গল্পের মৎস্য কন্যার মতো। দুপুর পর্যন্ত শিশুটির শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিক কাজ করছে।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অভিজিৎ রায় জানান, এই ধরনের শিশুর জন্মের জন্য মূলত অনেক ওষুধ দায়ী। গর্ভাবস্থায় শিশুটির মা হয়তো এমন কিছু ওষুধ সেবন করেছেন, যার কারণে এমন অদ্ভুত আকৃতির শিশুটির জন্ম হয়েছে। শিশুটির পরিবার আমাদের কাছে আসলে আমরা সার্বিক সহযোগিতা করব।

গাজীপুর কথা