ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

নভেম্বরে দুটি ঘূর্ণিঝড় ধেয়ে আসার আশঙ্কা

প্রকাশিত: ০৮:৩৬, ২৫ অক্টোবর ২০২০

নভেম্বরে দুটি ঘূর্ণিঝড় ধেয়ে আসার আশঙ্কা

বঙ্গোপসাগরে নিম্নচাপ কেটে গেছে। এরপর থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রবণতা কমে আসছে। তবে আগামী মাসে দুটি ঘূর্ণিঝড় ধেয়ে আসার আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর।
শনিবার আবহাওয়া অধিদফতরের উপপরিচালক কাওসার পারভীন এ কথা জানিয়েছেন।

কাওসার পারভীন বলেন, এই মাসে ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই। শীতের প্রকোপ চলে আসবে কিছুদিনের মধ্যেই। তবে আগামী মাসে এ রকম দু-একটা ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা আছে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চাঁদপুরে ১৬৭ মিলিমিটার। এ সময় রাজধানী ঢাকায় ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তবে নিম্নচাপ কেটে যাওয়ায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির মাত্রা কমে এসেছে।

গাজীপুর কথা