ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

নওগাঁর আম্রপালি গেলো যুক্তরাজ্যে

প্রকাশিত: ০৫:১৯, ১৯ জুন ২০২১

নওগাঁর আম্রপালি গেলো যুক্তরাজ্যে

যুক্তরাজ্যে রপ্তানি করা হয়েছে নওগাঁ জেলার বিখ্যাত আম আম্রপালি। আম গুলো রপ্তানি করেছে বরেন্দ্র এগ্রো পার্ক’ এর একটি প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার ফ্লাইটে আম্রপালি আমের প্রথম চালান (এক টন) যুক্তরাজ্যের উদ্দেশে রওয়ানা করেছে। তরুণ উদ্যোক্তা সোহেল রানার সাপাহার গোডাউন পাড়ায় ‘বরেন্দ্র এগ্রো পার্ক’ এ ১৪০ বিঘা জমিতে আড়াই বছর বয়সি প্রায় দেড় হাজার পিস আম্রপালি গাছ রয়েছে। যেখান থেকে এ বছর প্রায় ৪০ টনের মতো আম পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান উদ্যোক্তা।

তরুণ উদ্যোক্তা সোহেল রানা বলেন, বুধবার হারভেস্ট করে বিশেষ প্রক্রিয়ায় প্যাকেজিং করা শেষে সেগুলো সন্ধ্যায় এক ফ্লাইটে ঢাকা থেকে বিলেতে যাত্রা করেছে। এরইমধ্যে বিভিন্ন দেশ সুইডেন ও ফিনল্যান্ড থেকেও আমরা ডাক পাচ্ছি।

বারি’র উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শরফ উদ্দিনের তত্ত্বাবধানে উৎপাদিত আম্রপালি আমের প্রথম চালান ইংল্যান্ডের উদ্দেশে রওয়ানা হয়েছে। এ বছর প্রায় ১০ টন আম রফতানি করা হবে। আগামি সপ্তাহে এক টন বরাদ্দ আসতে পারে। এক্সপোর্টারের কাছে প্রায় চার হাজার টাকা মণ দরে বিক্রি করা হয়েছে বলেও তিনি জানান।

গাজীপুর কথা