ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

দেশে ইলেকট্রনিক গাড়ি তৈরি করবে বিএআইএল

প্রকাশিত: ১০:৫৮, ৭ জুলাই ২০২০

দেশে ইলেকট্রনিক গাড়ি তৈরি করবে বিএআইএল

দেশে ইলেকট্রনিক গাড়ি প্রস্তুতের ঘোষণা দিয়েছে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড (বিএআইএল) নামের একটি বেসরকারী সংস্থা। 
এ প্লান্টের নির্মাণ কাজ শুরু হয়েছে মীরসরাই ইকোনমিক জোনে। ১০০ একর জমির উপর কারখানায় আগামী ২০২০-২১ সাল নাগাদ উৎপাদন শুরু হবে বলে সংস্থার সূত্র জানিয়েছে । 

এই প্ল্যান্টে গাড়ির ৬০% (চেসিস, ব্যাটারি, সফটওয়্যার ইত্যাদি) যন্ত্রাংশ উৎপাদন হবে। বিএআইএল এর বানানো ইভি গুলোর দাম হতে পারে, 

সেডানঃ ১২-১৫ লাখ টাকা।
এসইউভিঃ ২০ লাখ টাকা।
হ্যাচব্যাকঃ ৮ লাখ টাকার নিচে।
এছাড়াও তারা মোটরসাইকেল ও বানাবে যরগুলোর দাম ৫০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার পর্যন্ত হতে পারে। 

এই গাড়িগুলো একবার চার্জে ৪০০ কিলোমিটার পর্যন্ত রান করতে পারবে এবং প্রতি কিলোমিটার যেতে খরচ হবে ২ টাকার মতো। ২০ মিনিট চার্জ দিলেই গাড়িগুলো ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে। এই লক্ষে বিভিন্ন হাইওয়েতে পাওয়ার স্টেশনও বানাবে তারা।  এবং এই গাড়ির ব্যাটারিগুলো ১০ বছর পর্যন্ত সক্ষম থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। শুরুতে তারা ২০০ মিলিয়ন ডলার নিয়ে নামার ঘোষণা দিয়েছে।

গাজীপুর কথা