ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

দুই পরিবারের ২০ জনকে অচেতন করে মালামাল লুট

প্রকাশিত: ০৪:২৭, ২২ সেপ্টেম্বর ২০২০

দুই পরিবারের ২০ জনকে অচেতন করে মালামাল লুট

ফেনীর দাগনভূঁঞায় চেতনানাশক ওষুধ খাইয়ে দুটি পরিবারের ২০ জনকে অচেতন করে ঘরের মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অসুস্থদের দাগনভূঁইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের আটকে অভিযান শুরু করেছে পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগীরা জানান, গত রাতে উপজেলার এয়াকুবপুর গ্রামের আবুল হাসেম এবং জসিম উদ্দিনের ঘরের লোকেরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এরপর রাতের সুবিধাজনক সময়ে দুটি ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দুর্বৃত্তরা টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। সকাল বেলা ঘুম থেকে কেউ না ওঠায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরের ঘরে প্রবেশ করে অচেতন অবস্থায় দুই ঘরের প্রায় ২০ সদস্যকে দেখতে পায়। পরে তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে ফেনীর দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে ৯ জন বাড়ি ফিরলেও ২ শিশুসহ ১১ জন এখনো ভর্তি রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, প্রত্যেককের অবস্থাই আশঙ্কামুক্ত।

গাজীপুর কথা