ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ঢাকা থেকে সরিয়ে নেয়া হচ্ছে কুকুর

প্রকাশিত: ০৪:৩৫, ৩০ আগস্ট ২০২০

ঢাকা থেকে সরিয়ে নেয়া হচ্ছে কুকুর

রাজধানী থেকে ৩০ হাজার কুকুর সরিয়ে নেয়ার সিদ্ধান্তে ধানমন্ডিতে দেয়ালচিত্র এঁকে প্রতিবাদ জানিয়েছেন প্রাণি প্রেমীদের।
দেয়ালচিত্রে তুলে ধরা হয়েছে, নগর সভ্যতায় কুকুর, বিড়ালের মতো প্রাণিদের প্রয়োজনীয়তা। দুইদিনের এ কর্মসূচির শেষ দিনে যোগ দিয়ে, কুকুর সরিয়ে নেয়ার পরিবর্তে বন্ধ্যাত্বকরণে গুরুত্ব দেয়ার দাবি তুলেন বিশিষ্টজনেরা।

কুকুর মানুষের পরম বন্ধু। নগরীর পরিচ্ছন্নতা ও নিরাপত্তায় তাদের অবদানের শেষ নেই। কিন্তু উপকারের বিপরীতে বরাবরই কুকুর, বিড়াল ও কাকের মতো প্রাণীদের সহ্য করতে হয় নানা নিপীড়ন। সেই চিত্রই ফুটে উঠছে এই চিত্রকর্মে।

সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সিদ্ধান্ত নিয়েছে নগর থেকে সরিয়ে নেয়া হবে ৩০ হাজার কুকুর। তার প্রতিবাদে রাজধানীর ধানমন্ডিতে দেয়াল চিত্র এঁকে প্রাণি প্রেমীদের এ প্রতিবাদ।

পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল হক জানান, সম্প্রতি কুকুরকে বন্ধ্যাকরণ প্রকল্পে ত্রুটি দেখা দেয়ায় এদের বংশ বৃদ্ধি হওয়ার কারণে ঢাকার রাস্তায় হঠাৎ করেই কুকুরের সংখ্যা বেড়ে গেছে।

২০১৯ সালের প্রাণীকল্যাণ আইন অনুযায়ী মালিকবিহীন কোনো প্রাণি নিধন ও অপসারণ দণ্ডণীয় অপরাধ।

গাজীপুর কথা