ঢাকা,  বুধবার  ২৪ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ঢাকা ছাড়লেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

প্রকাশিত: ০৪:২০, ৫ মার্চ ২০২১

ঢাকা ছাড়লেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

ঢাকা ছাড়লেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। বৃহস্পতিবার (৪ মার্চ ) রাত পৌনে ১০টায় তিনি নয়াদিল্লীর উদ্দেশে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। এ দিন সকালে তিনি বিশেষ বিমানে করে নয়াদিল্লী থেকে ঢাকায় পৌঁছান। বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। বৈঠকে ঘুরেফিরে আগের বিষয়গুলোই আলোচনা হয়েছে।
বৈঠক শেষে শুরু যৌথ সংবাদ সম্মেলন।

এরপরে বিকেলে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সন্ধ্যার পরে তিনি বিশিষ্টজনদের সঙ্গে মিলিত হন। এরপরই তিনি ঢাকা ছাড়েন।

আগামী ২৬ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফর করবেন। সফরের খূঁটিনাটি চূড়ান্ত করতে একদিনের সফরে আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

গাজীপুর কথা