ঢাকা,  বৃহস্পতিবার  ২৮ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আজ থেকে শুরু

প্রকাশিত: ০৪:৫৩, ১৬ জানুয়ারি ২০২১

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আজ থেকে শুরু

আজ শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ উৎসবে প্রথমবার দেখানো হবে নন্দিত অভিনেত্রী অপি করিম অভিনীত ‘মায়ার জঞ্জাল’ ও ‘সুবর্ণ রেখা’ সিনেমা দুটি। বিষয়টি নিশ্চিত করেছেন উৎসবের মিডিয়া ও কমিউনিকেশন ইনচার্জ রুহুল রবিন খান। 

উৎসবের ১৯তম আসরের এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে প্রতিযোগিতা করবে ‘মায়ার জঞ্জাল’। বাংলাদেশের পরিচালক-প্রযোজক জসীম আহমেদের প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন কলকাতার পরিচালক ইন্দ্রনীল রায় চৌধুরী। অপি করিম ছাড়াও এতে অভিনয় করেছেন সোহেল মণ্ডল, কলকাতার ঋত্বিক চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ ও ব্রাত্য বসু।

অপরদিকে খ্যাতিমান অভিনেতা আফজাল হোসেন পরিচালিত ‘সূবর্ণ রেখা’ সিনেমাটি বাংলাদেশ প্যানোরোমা বিভাগে প্রদর্শিত হবে উৎসবে। এতে অপি করিমের পাশাপাশি অভিনয় করেছেন আফজাল হোসেন নিজেও। সিনেমার গল্প শুরু হয় জয়নাল ও রেখা দম্পতির গল্প দিয়ে। সুখী এ দম্পতি একসঙ্গে সময় কাটাতে নেপাল ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। নেপালে রওনা হওয়ার রাতেই দুর্ঘটনায় মৃত্যু হয় রেখার। মানসিকভাবে ভেঙে পড়েন জয়নাল। প্রতিটি মুহূর্ত তার রেখার কথা মনে পড়ে। এভাবে এগিয়ে যায় গল্প।

গাজীপুর কথা