ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

টঙ্গীর ৪৭ নং ওয়ার্ডে বন্যার পানি

প্রকাশিত: ১৫:১২, ২ আগস্ট ২০২০

টঙ্গীর ৪৭ নং ওয়ার্ডে বন্যার পানি

গাজীপুরের টঙ্গীর ৪৭ নং ওয়ার্ডে হানা দিয়েছে বন্যা। ইতিমধ্যে বন্যার পানিতে ডুবে গেছে সিটিকর্পোরেশনের কেন্দ্রীয় কবরস্থান। পানির উচ্চতা বেড়ে যাওয়ায় ডুবে গেছে কবরস্থানের বেশিরভাগ কবর। এছাড়াও বর্তমানে প্রায় বন্ধ রয়েছে মৃত মানুষকে কবরস্থ করার প্রকৃয়া।

সরজমিনে গিয়ে দেখা গেছে প্রায় সব কবর পানির নীচে রয়েছে। কবরস্থানের কিছু অংশ উঁচু থাকলেও সেখানে মৃত কাউকে কবর দেয়া সম্ভব হচ্ছে না।
 
সিটিকর্পোরেশনের টঙ্গী জোনের কেন্দ্রীয় কবরস্থানের কেয়ারটেকার হাফেজ কাজী আকরাম জানান, বন্যার পানিতে ইতিমধ্যে প্রায় পুরো কবরস্থান ডুবে গেছে। আগের মত তেমন লাশ এখানে আসে না। কেউ লাশ নিয়ে আসলেও এমন পরিস্থিতি দেখে তারা লাশ নিয়েই আবার চলে যাচ্ছে। কেউ কবর দিতে রাজি হলে আমরা কিছু মাটি খুঁড়ে কলা গাছ দিয়ে কোনমতে কবরস্থ করতে পারছি। কিন্তু এত কলাগাছ শহরে পাওয়া যাচ্ছে না। তাছাড়া পানির কারনে কবর খোঁড়া কোনভাবেই সম্ভব হচ্ছে না।
পাশাপাশি বন্যার ধকল লেগেছে ৪৭ নং ওয়ার্ডের নগর মাতৃসদন হাসপাতালেও। হাসপাতালটিতে মূলত গর্ভবতী মায়েদের চিকিৎসা (সিজার,ডেলিভারি) ইত্যাদী করানো হয়। কিন্তু হাসপাতালে যাওয়ার একমাত্র ভাঙ্গাচোরা রাস্তাটি বুক পানিতে ডুবে যাওয়ায় যাতায়াত করা কোনভাবেই সম্ভব হচ্ছে না। রোগী না থানকায় হাসপাতালটির স্টাফরা অলস সময় পাড় করছে।
 
সরজমিনে গিয়ে দেখা গেছে হাসপাতালের স্টাফ কর্মচারীরা অলস সময় পার করছে। হাসপাতালের কেয়ারটেকার চুন্নি মিয়া জানান, রোগী না থাকায় আমরা অলস সময় পার করছি। পানির কারনে ডাক্তাররাও আসতে পারছেন না। ফলে চিকিৎসা সেবা প্রায় বন্ধুই রয়েছে।
 
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাদেক আলী জানান, আমরা ইতিমধ্যেই কবরস্থান ও হাসপাতালের বিষয় সিটিকর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়কে বিষয়টি অবহিত করেছে। এখন যেহেতু বন্যার পানি ঢুকেই গেছে। তাই লাশ আসলে আমরা গাজীপুর সিটিকর্পোরেশনের কেন্দ্রীয় কবরস্থান জয়দেবপুর পাঠিয়ে দিচ্ছি।
 
পানির কারনে কোনভাবেই কবর খোঁড়া সম্ভব হচ্ছে না। পাশাপাশি একটি নগর মাতৃসদন হাসপাতাল রয়েছে, পানিতে রাস্তাটি ডুবে যাওয়ার পর আমরা নিজস্ব উদ্যোগে কিছু বালির অবস্থা দিয়েছিলাম চলাচলের জন্য। কিন্তু পানির উচ্চতা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়ার ফলে তাও ডুবে গেছে। যেহেতু বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ, এটিতে কারও হাত নেই। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি আল্লাহ্ ভরসা।

গাজীপুর কথা