ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

টঙ্গীর সাতাইশ এলাকায় এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

প্রকাশিত: ১০:২৭, ১৪ জুন ২০২০

টঙ্গীর সাতাইশ এলাকায় এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

গাজীপুরে অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে স্বর্ণের গহনা ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতরা।
শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানার সাতাইশ এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

জানা গেছে, রাত আড়াইটার দিকে সাতাইশ এলাকার মোতাহার হোসেন খানের দ্বিতীয় তলায় রান্নাঘরের গ্রিল কেটে ভেতরে ঢুকে ডাকাত দল। ডাকাতরা বাড়ির মালিক মোতাহার খানকে প্রথমে অস্ত্রের মুখে বেঁধে ফেলে। এর পর একে একে সব কক্ষে ঢুকে পরিবারের নারী-শিশুসহ সব সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ যাবতীয় মূল্যবান জিনিসপত্র লুটে নেয়।

ডাকাতরা মোবাইল ফোন নিয়ে যাওয়ায় মোতাহার খানকে মোবাইলে পাওয়া যায়নি।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানায় যোগাযোগ করা হলে থানার ডিউটি অফিসার এসআই সাইফুল বলেন, আমিও ডাকাতির ঘটনাটি শুনেছি। আমাদের একজন পুলিশ অফিসার ঘটনাস্থলে আছেন, তিনি থানায় ফিরলে বিস্তারিত জানানো যাবে।

এ ব্যাপারে মোতাহার খানের এক আত্মীয়র সঙ্গে সকালে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, জীবনে এমন দুর্ধর্ষ ডাকাতি দেখিনি। ডাকাতরা টাকার কয়েন বা খুচরা টাকাসহ ছোটখাটো জিনিসপত্রও লুট করেছে।

পুলিশের উপস্থিতিতে লুণ্ঠিত জিনিসপত্রের তালিকা প্রস্তুত হচ্ছে বলেও তিনি জানান।

গাজীপুর কথা