ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজে ডিজিটাল পদ্ধতিতে ক্লাস

প্রকাশিত: ১৬:৫৮, ২৭ জুলাই ২০২০

টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজে ডিজিটাল পদ্ধতিতে ক্লাস

করোনা মহামারীর কারণে সারাদেশে যখন ছাত্রছাত্রীদের উপস্থিতিতে নিয়মিত শিক্ষাদান বন্ধ তখন টঙ্গীর ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ ছাত্রছাত্রীদের শিক্ষার মানউন্ননের লক্ষ্যে ডিজিটাল পদ্ধতিতে ছাত্রছাত্রীদের ক্লাস নেয়ার কার্যক্রম গত ২৭জুন থেকে পুরোদমে চলছে ডিজিটাল অনলাইন লাইভ স্কুল। এতে করোনা সময়ে ছাত্রছাত্রীরা বাসায় বসে নিয়মিত শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে।

জানা যায়, সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজে প্রভাতী শাখায় বেবি শ্রেণিতে ৭২জন, প্রথম শ্রেণিতে ১৪৪জন, দ্বিতীয় শ্রেণিতে ১৮৭জন, তৃতীয় শ্রেণিতে ২৩৯জন, চতুর্থ শ্রেণিতে ২৬৭জন, ৫ম শ্রেণিতে ২৮৪জন,৬ষ্ঠ শ্রেণিতে ৪১৭জন, ৭ম শ্রেণিতে ৩৬৩জন, ৮ম শ্রেণি ৩৬৩জন, ৯ম শ্রেণিতে ৪২১জন, দশম শ্রেণিতে ৩৪৩জন। প্রভাতি শাখায় ৩১শ’ ছাত্রছাত্রী ডিজিটাল অনলাইন স্কুল লাইভে ক্লাস করছে।

এছাড়াও দিবা শাখায় বেবি শ্রেণিতে ১২৬জন, প্রথম শ্রেণিতে ২৭৪জন, দ্বিতীয় শ্রেণিতে ৩৭৬জন, তৃতীয় শ্রেণিতে ৪৮৪জন, চতুর্থ শ্রেণিতে ৫৪০জন, ৫ম শ্রেণিতে ৫৬৮জন, ৬ষ্ঠ শ্রেণিতে ৮২৭জন, সপ্তম শ্রেণিতে ৭৩৯জন, ৮ম শ্রেণিতে ৭২৩জন, নবম শ্রেণিতে ৮৪৯জন, দশম শ্রেণিতে ৬৬৯জন। দিবা শাখায় ৩০৭৫জন ছাত্রছাত্রী দিবা শাখায় ডিজিটাল অনলাইন লাইভে ক্লাস করছে। সর্বমোট স্কুল শাখায় ৬১৭৫জন ছাত্রছাত্রী ডিজিটাল অনলাইন লাইভ স্কুল ক্লাস করছে। এছাড়াও কলেজ শাখায় একাদশ প্রভাতি শ্রেণিতে ৪০১জন, দিবা শাখায় ৩৬০জন, দ্বাদশ প্রভাতী শাখায় ৪১০জন, দ্বাদশ দিবা শাখায় ৩৫১জন ছাত্রছাত্রী ডিজিটাল অনলাইন লাইভ স্কুলে ক্লাস করছে। সর্বমোট সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের স্কুল শাখায় ৬১৭৫জন, কলেজ শাখায় ১৫২২জন ছাত্রছাত্রী ডিজিটাল অনলাইন লাভ স্কুলের মাধ্যমে ক্লাস কার্যক্রম চলছে।

এব্যাপারে সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ মো: মনিরুজ্জামান জানান, টঙ্গীতে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটাল অনলাইন লাইভ স্কুল ক্লাসের আয়োজন করেছে। সকাল সাড়ে ৮টা থেকে ২শ’ জন শিক্ষক, কর্মচারী, ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে দুপুর ২টা পর্যন্ত বেবী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নিয়মিত রুটিন মাফিক ক্লাস পরিচালন করছে অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর মাধ্যমে শাখা ওয়ারি ছাত্রছাত্রীদের ক্লাস কার্যক্রম পরিচালনা করছি। এতে ৯০ শতাংশ ছাত্রছাত্রী ডিজিটাল অনলাইন লাইভ স্কুলে অংশগ্রহণ করছে। প্রতিষ্ঠান আর্থিক সংঙ্কটে পড়লেও শিক্ষকরা আন্তরিকভাবে শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করছে। গাজীপুর-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল এমপির নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী একাডেমী পরিচালন কমিটির গর্ভনিং বর্ডির সিদ্ধান্ত মোতাবেক করোনার মহামারীতে মানবিক কারণে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এপ্রিল ও মে ২০২০ ছাত্রছাত্রীদের দুই মাসের বেতন ও আনুসাঙ্গীক ফি মওকুফ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী ৩১ শে আগস্টের মধ্যে বিনা জরিমনায় বকেয়া টিউশন ফি পরিশোধ করার জন্য সকল অভিভাবকদের প্রতি বিনীত অনুরোধ জানান।

গাজীপুর কথা