ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম পাচ্ছে বাফুফে

প্রকাশিত: ১৫:৫৭, ৯ জানুয়ারি ২০২১

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম পাচ্ছে বাফুফে

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম নিয়ে দড়ি টানাটানির অবসান হচ্ছে। অবশেষে প্রিমিয়ার লিগের জন্য এই ভেন্যু পাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এটি হোম ভেন্যু হবে আরামবাগ ক্রীড়া সংঘের।

২০১৮ সালে এই স্টেডিয়ামকে আরচারির জন্য বরাদ্দ দিয়েছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। নতুন মৌসুমে প্রিমিয়ার লিগের ভেন্যু হিসেবে টঙ্গী স্টেডিয়াম দিতে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে আবেদন করে বাফুফে। অন্যদিকে ফুটবলকে এই ভেন্যু না দিতে এনএসসির কাছে চিঠি দেয় বাংলাদেশ আরচারি ফেডারেশন।

কিন্তু আরচারির আবেদন রাখতে পারেনি জাতীয় ক্রীড়া পরিষদ। স্টেডিয়াম পাচ্ছে বাফুফে।  বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তার কথায়, ‘টঙ্গী স্টেডিয়াম আমরা পেয়েছি। এনএসসি চিঠি দিয়ে আমাদের জানিয়েছে।’

গাজীপুর কথা