ঢাকা,  মঙ্গলবার  ২৩ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

টঙ্গীর বিভিন্ন এলাকায় বন্যার পানি, ভোগান্তিতে নিম্নআয়ের মানুষ

প্রকাশিত: ১৬:২৩, ৭ আগস্ট ২০২০

টঙ্গীর বিভিন্ন এলাকায় বন্যার পানি, ভোগান্তিতে নিম্নআয়ের মানুষ

শিল্পনগরী টঙ্গীর বস্তিতে বসবাস করা নিম্নআয়ের মানুষগুলো এখন বন্যায় দিশেহারা। গেল কয়েক দিনে বন্যা পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় তলিয়ে গেছে অনেক বসতবাড়ি, রাস্তা, মসজিদসহ বিভিন্ন স্থাপনা। এর ফলে গৃহবন্দি হয়ে পরেছে হাজারো মানুষ।

তুরাগ নদের তীরবর্তী এলাকা হওয়ায় টঙ্গীর নামা বাজার, কলা বাগান, জিন্নাত মহল্লা বন্যার পানিতে দ্রুত প্লাবিত হয়েছে।
প্রায় সব রাস্তাই এখন পানিতে ডুবে আছে। পানিবন্দি অনেক পরিবারের বাড়ির উঠানে কোমর পানি। তারা কলার ভেলায় করে সাংসারিক কাজকর্ম করছেন ।

বন্যার পানিতে রোগ-বালাই ছড়ানোসহ চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে পানিবন্দি মানুষ। সাপ, জোঁক ও মশার উপদ্রব বেড়েছে আশঙ্কাজনক হারে। এছাড়াও খাদ্য ও বিশুদ্ধ পনির সংকটের মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে এখানকার নিম্নআয়ের পরিবারগুলোকে।

স্থানীয়রা জানান, করোনা ও বন্যার সার্বিক পরিস্থিতিতে তারা এখন দিশেহারা। পাচ্ছেন না পর্যাপ্ত ত্রাণ সহায়তা। কর্মহীন হয়ে পরা অনেকেই তাই সাহায্যের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন।

গাজীপুর কথা