ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

টঙ্গীর চেরাগআলীতে অভিযান, নিষিদ্ধ পলিথিন রাখায় একজনকে জরিমানা

প্রকাশিত: ১৫:৫৫, ১২ আগস্ট ২০২০

টঙ্গীর চেরাগআলীতে অভিযান, নিষিদ্ধ পলিথিন রাখায় একজনকে জরিমানা

গাজীপুর নগরীরর টঙ্গীর চেরাগআলী এলাকার টিটুর গোডাউনে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ পাওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বুধবার(১২ আগষ্ট) পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের প্রসিকিউশনে জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ এই কোর্ট পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ সাংবাদিকদের জানান, ‘গোডাউনটিতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয় ও বিপণন এর উদ্দেশ্যে মজুদ করার অপরাধে গোডাউনটির মালিক টিটু পাটোয়ারীকে দশ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার কাছ থেকে আনুমানিক বিশ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।’

কোর্ট অভিযানে এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার জনাব মোঃ আশরাফ উদ্দিন, সহকারী পরিচালক জনাব মোঃ মমিন ভূঞা ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর সদস্যবৃন্দ।

গাজীপুর কথা