ঢাকা,  বৃহস্পতিবার  ১৮ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

টঙ্গীর গাজীপুরা সাতাইশে একটি মোবাইলের দোকানে দুধর্ষ চুরি

প্রকাশিত: ১৫:৫২, ১৮ জুন ২০২০

টঙ্গীর গাজীপুরা সাতাইশে একটি মোবাইলের দোকানে দুধর্ষ চুরি

টঙ্গীর গাজীপুরা সাতাইশ রোডের একটি মোবাইলের দোকানে দুধর্ষ চুরির ঘটনায় ৪০ লাখ টাকার মোবাইল ফোন লুট হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতের কোন এক সময়ে মালা টেলিকম নামের মোবাইল ফোনের দোকানে সাটারের তালা ভেঙে এই চুরির ঘটনা ঘটে। চোরের দল সাটারের তালা ভেঙে চুরির পর সাটারে নতুন তালা লাগিয়ে যায়।

সাতাইশ রোডের খোলা মার্কেটে নিরাপত্তারক্ষী থাকা সত্বেও এত বড় চুরির ঘটনায় আশপাশের দোকান ব্যবসায়ীদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে। মালা টেলিকমের দোকান মালিক সাইফুল ইসলাম ও মাহবুব হাসান জানান, বুধবার বিকালে বেচাকেনা শেষে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে সবাই চলে যান। বৃহস্পতিবার সকালে দোকান খুলতে এসে দেখতে পান সাটারে অন্য নতুন তালা লাগানো।

পরে তালা ভেঙে দোকান খুলে দেখা যায়, চোরের দল সমস্ত মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে। চোরের দলেরা শুধু টাচ মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে টঙ্গী থানায় যোগাযোগ করা হলে, ওসি এমদাদুল হক বলেন, টঙ্গীর গাজীপুরায় মোবাইল ফোনের একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে।

গাজীপুর কথা