ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

টঙ্গীতে শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালন

প্রকাশিত: ১৪:৩৬, ১৮ অক্টোবর ২০২০

টঙ্গীতে শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালন

গাজীপুর মহানগর শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে রাত ১২.১ মিনিটে টঙ্গী নতুন বাজার আওয়ামীলীগের কার্যালয়ে কেক কেটে মিষ্টি বিতরণ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর মহানগর শেখ রাসেল জাতীয় শিশু পরিষদের সভাপতি এহসানুল আলম ফরাজীর সভাপতিত্বে এবং টঙ্গী থানা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাপতি শহীদুল ইসলাম জঙ্গীর পরিচালনায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আসাদুর রহমান কিরণ, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. মহিউদ্দিন আহমেদ, শ্রমি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ জাহিদ আল মামুন, টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নব নির্বাচিত সদস্য ও গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নূরুল ইসলাম নূরু, সাবেক কাউন্সিলর মোঃ সেলিম মিয়া, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম, সোলায়মান মিয়া, মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আমান উদ্দিন সরকার, শাহীন আহমেদ মিশু, বিল্লাল হোসেন মোল্লা, কামরুল আহসান রানা, মনির হোসেন সাগর, টঙ্গী সরকারি বিশ বিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, মেহেদী হাসান কানন মোল্লা, মশিউর রহমান সরকার বাবু প্রমুখ।

আলোচনা সভা শেষে রাত ১২টা ১মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে কেক কেটে ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য ১৯৬৪ সালের ১৮ অক্টোবর বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডি ঐতিহাসিক ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালে ১৫ আগস্ট মানবতার ঘৃণীত খুনি ঘাতক চক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর এই কনিষ্ঠ ছোট ছেলে শেখ রাসেল।

এছাড়াও গাজীপুর মহানগর আওয়ামীলীগের নবনির্বাচিত বিভিন্ন ওয়ার্ডের আহ্বায়ক কমিটির উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বিভিন্ন ওয়ার্ডে আনন্দ র‌্যালী ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

গাজীপুর কথা