ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

টঙ্গীতে মাদকসেবীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান

প্রকাশিত: ১৪:৩৫, ১১ আগস্ট ২০২০

টঙ্গীতে মাদকসেবীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান

গাজীপুরের টঙ্গীর কেরানীরটেক ও গোপালপুর এলাকায় মাদকসেবীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন মনিষা রানী কর্মকার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, গাজীপুর।

১০ আগষ্ট এ অভিযান পরিচালিত হয়। এ সময় এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ২৩০ পিস ও ৫০০ গ্রাম গাঁজাসহ ৪ জন আসামীর ২ জনকে ২০০ পিস ইয়াবাসহ পাওয়ায় নিয়মিত মামলা ও ১ জনকে ৩০ পিস ইয়াবা পাওয়ায় ৬ মাসের সশ্রম কারাদন্ড ও ১৯,০০০ টাকা অর্থদন্ড এবং অন্যজনকে গাঁজাসহ আটক করে ৩ মাসের সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১)এর ১৬ ও ২১ ধারা অনুযায়ী এবং জব্দকৃত আলামত ধ্বংস করা হয়।

এসময় গাজীপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক ও তার টিম এবং ব্যাটালিয়ন আনসার সদস্যগণ সহযোগিতা করেন।

গাজীপুর কথা