ঢাকা,  বুধবার  ২৪ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

টঙ্গীতে নদী দূষণ রক্ষায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ১৫:৪১, ১৪ জুলাই ২০২০

টঙ্গীতে নদী দূষণ রক্ষায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

গাজীপুরের টঙ্গী ৪৭নং ওয়ার্ড সিলমুন এলাকায় অভিযান চালিয়ে পরিবেশ দূষণের দায়ে দুইটি ওয়াশিং কারখানাকে তিন লাখ টাকা জরিমানা ও চারটি কারখানার বিদ্যুৎ সংযোগ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। 

মঙ্গলবার বিকালে পরিবেশ দূষণের দায়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে 
সিলমুন এলাকায় পরিবেশ দূষণের দায়ে দুইটি ওয়াশিং কারখানাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকার চারটি ওয়াশিং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কারখানা গুলো বন্ধ করে দেওয়া হয়েছে। 
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ। এছাড়া আইনশৃঙ্খলা গাজীপুর আনসার ব্যাটালিয়ানের সদস্যবৃন্দ।

তুরাগ নদীসহ গাজীপুর জেলার সকল নদী ও খাল রক্ষায় পরিবেশ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানায় জেলা পরিবেশ অধিদপ্তর।

গাজীপুর কথা