ঢাকা,  বুধবার  ২৪ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

টঙ্গীতে ঢাকা ওয়াশিং কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১৪:৫৬, ২৫ জুলাই ২০২০

টঙ্গীতে ঢাকা ওয়াশিং কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প এলাকায় ইটিপি ব্যবহার না করে ওয়াশিং কারখানা চালু রেখে পরিবেশ দূষণের দায়ে ঢাকা ওয়াশিং কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামান্না রহমান।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিত্বে টঙ্গীর বিসিক শিল্প এলাকায় ঢাকা ওয়াশিং ফ্যাক্টরিতে ইটিপি ব্যবহার না করে ওয়াশিং কার্যক্রম চালু রেখে পরিবেশ এর মারাত্মক ক্ষতির সম্ভাবনা হেতু পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(গ) ধারা লঙ্ঘন করায় ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন এবং আনসার বাহিনীর সদস্যগণ।

গাজীপুর কথা