ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

টঙ্গীতে জীবাণুনাশক ছিটাচ্ছে জিএমপি

প্রকাশিত: ১৫:৪৫, ২৬ মার্চ ২০২০

টঙ্গীতে জীবাণুনাশক ছিটাচ্ছে জিএমপি

নগরবাসীর স্বাস্থ সুরক্ষায় ও করোনা ভাইরাসের সংক্রমন রোধে ওয়াটার ক্যানন দিয়ে গাজীপুর মহানগর এলাকায় মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) জিবানুণাশক ঔষধ ছিটানো হচ্ছে। করোনা ভাইরাস থেকে গাজীপুর মহানগর কে স্বাস্থ্য সুরক্ষায় নগরীর বিভিন্ন স্থানে জীবাণুনাশক ঔষধ ছিটানো হচ্ছে। 

বুধবার থেকে গাজীপুর নগরবাসীর করোনা ভাইরাসের সংক্রমন রোধে প্রতিদিন জিএমপির ১টি ওয়াটার ক্যানন দিয়ে টঙ্গী, হোসেন মাকের্ট, গাজীপুরা, বোর্ড বাজার, গাজীপুর চৌরাস্তা, কোনাবাড়ি, কাশেমপুর, গাজীপুর শিব বাড়ি ও পূবাইলের বিভিন্ন স্থানে প্রথম পালায় দুপুর ৩টা থেকে শুরু করে জীবাণুনাশক ঔষধ ছিটানোর কাজ। 

এবিষয়ে গাজীপুর মেট্রোপলিন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন, বিপিএম(বার), পিপিএম (বার) জানান, আজ বুধবার থেকে প্রতিদিন দু‘বার করে ওয়াটার ক্যানন দিয়ে গাজীপুর মেট্রোপলিটন এলাকায় জীবাণুনাশক ঔষধ ছিটানো হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।

গাজীপুর কথা