ঢাকা,  বুধবার  ২৪ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

টঙ্গীতে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে মাদ্রাসাছাত্র নিহত

প্রকাশিত: ১২:৪৮, ১৩ জুলাই ২০২০

টঙ্গীতে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে মাদ্রাসাছাত্র নিহত

গাজীপুর মহানগরীর টঙ্গীর মরকুন বেপারিপাড়ায় বাড়ির ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে আফ্রিদ মাহমুদ সাদ (১৩) নামে এক মাদ্রাসাছাত্র মারা গেছে। আফ্রিদ ওই এলাকার আক্তার হোসেনের বড় ছেলে।

সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টায় মরকুন বেপারিপাড়া বালুরমাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে রোববার বিকালে ৪৭নং ওয়ার্ড মরকুন বেপারিপাড়া নিজ বাড়ির ছাদে ঘুড়ি ওড়াচ্ছিল আফ্রিদ। ঘুড়ি পাশে থাকা নারিকেলগাছে আটকে যায়। সেই ঘুড়ি আনতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে আফ্রিদ মারা যায়। করোনাকালে ছুটিতে আফ্রিদ কয়েক মাস ধরে নিজ বাড়িতে পরিবারের সঙ্গে ছিল।

আফ্রিদ ঢাকার পোস্তগোলার ফরিদাবাদ জামিয়া নুরে মদিনা মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।

সে কোরআনের ১২ পারা মুখস্থ করেছিল বলে জানিয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ নোমান। আফ্রিদের পরিবার সবার কাছে দোয়া চেয়েছে।

গাজীপুর কথা