ঢাকা,  বুধবার  ২৪ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

টঙ্গীতে করোনা সন্দেহে দুই ভাই-বোনকে বাসাথেকে বের করে দেয়ার অভিযোগ

প্রকাশিত: ১০:০৮, ১৮ মে ২০২০

টঙ্গীতে করোনা সন্দেহে দুই ভাই-বোনকে বাসাথেকে বের করে দেয়ার অভিযোগ

গাজীপুরের টঙ্গী ৫৫নং ওয়ার্ড নিশাত নগর এলাকায় রবিবার রাতে করোনা সন্দেহে দুই ভাই-বোনকে বাড়িওয়ালা বাসা থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয় শান্তি সংঘ সামাজিক সংগঠনের কর্মী পারভেজ ও মাসুদ রানার নেতৃত্ব ভাই আমিনুল ও বোন নাছিমাকে উদ্ধার করে টঙ্গী সরকারি আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। 

জানা যায়, ভাই আমিনুল ইসলাম ও বড় বোন নাছিমা নিশাত নগর এলাকায় শিউলি বেগমের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় ঝুটের গুদামে কাজ করতেন। গত দুইদিন ধরে আমিনুল জ্বরে ভুগছিলেন,পরে বাড়িওয়ালা বিষয়টি জানতে পেরে করোনা সন্দেহ করে দুই ভাইবোনকে বাসা থেকে বের করে দেন। 

করোনার উপসর্গ আছে কিনা এমন বিষয়টি নিশ্চিত না হয়ে বাসা থেকে বের করে দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 
এ বিষয়ে টঙ্গী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পারভেজ হোসেন বলেন, তাদের পরীক্ষা করার পর বুঝা যাবে করোনায় আক্রান্ত কি না।

গাজীপুর কথা