ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

টঙ্গী সরকারী কলেজ মাঠে নিরাপদ কাঁচা বাজারের হাট চালু

প্রকাশিত: ১৬:৫৬, ২০ এপ্রিল ২০২০

টঙ্গী সরকারী কলেজ মাঠে নিরাপদ কাঁচা বাজারের হাট চালু

১০ লাখ মানুষের টঙ্গী শিল্প ও আবাসিক এলাকাকে করোনা ভাইরাসের আক্রমন থেকে রক্ষা এবং নিরাপদ রাখতে স্হানীয় পুলিশ প্রশাসন এখানকার সব কাঁচা বাজার গুলো একত্রিত করে এক জায়গায় নিয়ে এসেছেন। সামাজিক এবং শারীরিক দূরুত্ব বজায় রেখে মানুষজনের নিত্য প্রয়োজনীয় কেনাকাটার এ আয়োজন করা হয়েছে টঙ্গী সরকারী কলেজ মাঠে।

টঙ্গী পশ্চিম থানা পুলিশের ওসি এমদাদুল হক জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনোয়ার হোসেনের নির্দেশনায় সোমবার থেকে কাঁচা বাজারের এই হাটের আনুষ্ঠানিক যাত্রা শুর করা হয়েছে। প্রতিদিন সকাল ৬ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই হাট চলবে।

টঙ্গীর এই বিশাল হাটের উদ্বোধনীী অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, স্হানীয় ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা ও যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা। দোকানদার ও কেনাকাটা করতে আসা ক্রেতা বিক্রেতাদের উদ্দেশ্যে আয়োজকরা আশা প্রকাশ করেন, নিজেদের নিরাপদ রাখতে প্রত্যেকেই মাস্ক পড়ে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে এই হাটে কেনা কাটা করবেন।

গাজীপুর কথা