ঢাকা,  বুধবার  ২৪ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

টঙ্গী প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত: ১৪:৪৫, ১৭ আগস্ট ২০২০

টঙ্গী প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

টঙ্গী প্রেসক্লাবের উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম.এ হায়দার সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: কালিমুল্লাহ ইকবালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. আজমত উল্লা খান, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র এড. মো: জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী ইলিয়াস আহমেদ, কাজী মো: সেলিম, কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, কাউন্সিলর হাজী মনিরুজ্জামান মনির, মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়েশা আক্তার আশা, কৃষকলীগ নেতা আসাদুল কবির, তাঁতীলীগ নেতা শাহ মোহাম্মদ আমান, যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা, আওয়ামীলীগ নেতা হারুন অর রশিদ, সাইফুল ইসলাম বাবু, মোক্তার হোসেন সোহেল, খালেদুর রহমান রাসেল, জাকির হোসেন মাষ্টার, তাজুল ইসলাম, জাহিদুল কবির আনোয়ার, যুবলীগ নেতা কে এম পলাশ, এহসানুল আলমসহ শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আলোচানা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহতদের স্মরণে দোয়া মাহফিল পরিচালনা করেন মন্নু শাহী জামে মসজিদের খতিব অধ্যক্ষ ফখরুল ইসলাম। কোরআন খতম ও মিলাদ মাহফিল পরিচালনা করেন হযরত শাহজালাল জামে মসজিদের খতিব মুফতী হারুন অর রশিদ। অনুষ্ঠানে অতিথিদের মাঝে কবি কাজী আশরাফুল আলমের লেখা “শোকার্ত ১৫ আগস্ট” বই উপহার দেয়া হয়। অনুষ্ঠান শেষে সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।

গাজীপুর কথা