ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

জয়দেবপুর বাজার পরিদর্শনে যাবেন জিএমপি কমিশনার

প্রকাশিত: ১৩:৩৮, ২২ আগস্ট ২০২০

জয়দেবপুর বাজার পরিদর্শনে যাবেন জিএমপি কমিশনার

গাজীপুর নগরীর প্রাণকেন্দ্র সদর থানাধীন জয়দেবপুর বাজারে বিভিন্ন অনিয়ম পরিদর্শনে আসবেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ-জিএমপি’র কমিশনার মো. আনোয়ার হোসেন।

শনিবার(২২ আগস্ট) সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান কমিশনার।

“গাজীপুর সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা মোঃ নুরুজ্জামান মৃধা নিশ্চিত করেছেন ‘পথচারীদের চলাচলে বাধা তৈরি করে ফুটপাত দখল করে বসা অবৈধ বাজারের সাথে সিটি কর্পোরেশনের কোন সম্পর্ক নেই। এছাড়া টোল রিসিপ্ট ব্যতীত কোন টাকা আদায়েরও দায় সিটি কর্পোরেশনের নয়।’ বেআইনি হলেও কথিত রাজনৈতি পরিচয়ে একাধিক সিন্ডিকেট বাজারের এক এক পয়েন্টে ফুটপাত দখল করে সিটির টোল ও পুলিশ-প্রশাসন ম্যানেজের নাম করে আদায় করে চাঁদা। বাজারের পুরো সড়ক জুড়েই হকারদের দখল; বিশেষ করে স্বর্ণ পট্টি-মাছবাজার সড়ক জুড়ে তরকারি বাজারসহ বাজারের পুরো সড়কেই বিচ্ছিন্ন ভাবে হকারদের দখলে থাকে, এমনকি মুক্তমঞ্চও নেই মুক্ত, রয়েছে দখলদারদের দখলে। হকার তথা দখলদারদের জন্ত্রনায় বিপাকে বাজারের মূল ব্যবসায়ীরা ও পথচারীরা। অভিযোগ রয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরদারি নেই বলেই এই বাজারের সড়ক বেদখলসহ বিদ্যমান নানান সমস্যাগুলি সমাধান হয়না। এসব বিষয়েই আলাপকালে জিএমপি’র সুযোগ্য কমিশনার এই বাজার পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করেন।”

গাজীপুর কথা