ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

‘জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণের দিনটি ঐতিহাসিক’

প্রকাশিত: ০৫:৪২, ২৬ সেপ্টেম্বর ২০২০

‘জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণের দিনটি ঐতিহাসিক’

জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণের দিনটি ঐতিহাসিক বলে জানিয়েছেন নিউইর্য়কের গভর্নর এন্ড্রু কুমো।
এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলা ভাষণের দিনটিকে ঐতিহাসিক উল্লেখ করে এন্ড্রু কুমো বলেন, বহুজাতিক ভাষাভাষী মানুষদের মধ্যে বাংলাদেশিরা নিউইয়র্ক তথা আমেরিকার সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তারা কৃষ্টি-সংস্কৃতি-ইতিহাস দিয়ে আমেরিকাকে সমৃদ্ধ করছেন।

বাংলাদেশি ইমিগ্রান্ট ডে ঘোষণার প্রস্তাবক সিনেটর স্ট্যাভেস্কি, সিনেটর জন লু, কংগ্রেসওম্যান এবং দক্ষিণ এশীয় কংগ্রেশনার কমিটির প্রধান গ্রেস ম্যাং দিবসটির অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

২৫ সেপ্টেম্বর বাংলাদেশি ইমিগ্রান্ট ডে ঘোষণা নিয়ে তথ্যচিত্র ও আলোচনার আয়োজন করে মুক্তধারা ফাউন্ডেশন। ১০ ভার্চুয়াল বাংলা বইমেলার ৮ম দিনটির বেশিরভাগ জুড়েই ছিলো ইমিগ্রান্ট ডে নিয়ে অনুষ্ঠানমালা।

শুক্রবার নিউইয়র্কে স্টেট এর আইন পরিষদ ২৫ সেপ্টেম্বরকে বাংলাদেশি ইমিগ্রান্ট ডে ঘোষণার পর দ্বিতীয়বারের মতো ‘বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে’ পালনে নিউইয়র্কে অভিবাসী বাংলাদেশিরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।
 

গাজীপুর কথা