ঢাকা,  বুধবার  ২৪ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

জমে উঠেছে শ্রীপুর পৌরসভা নির্বাচন

প্রকাশিত: ১৫:১৬, ২ জানুয়ারি ২০২১

জমে উঠেছে শ্রীপুর পৌরসভা নির্বাচন

শ্রীপুর পৌরসভা নির্বাচনে ভোটের লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিতে রাজি নন। নির্বাচনে ৮নং ওয়ার্ড থেকে চাচার প্রতিপক্ষ হয়েছেন আপন ভাতিজা। ৪নং ওয়ার্ড থেকে আপন চাচাতো ভাই ও ৭নং ওয়ার্ডে খালাতো ভাইয়ের প্রতিদ্বন্দ্বী হয়েছেন খালাতো ভাই। কিন্তু সম্পর্ক যাই থাকুক না কেন ভোটের মাঠে কেউ কাউকে ছাড় দিতে নারাজ।

শ্রীপুর পৌরসভার নির্বাচনে প্রার্থী হয়েছেন আপন চাচা-ভাতিজা। পৌরসভার ৮নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন চাচা বর্তমান কাউন্সিলর ইজ্জত আলী ফকির ও তার আপন ভাতিজা অ্যাডভোকেট মো. কামাল ফকির। এছাড়া ৪নং ওয়ার্ড থেকে আপন চাচাতো ভাই বর্তমান কাউন্সিলর মো. শাহজাহান মণ্ডল ও সাবেক কাউন্সিলর কামরুজ্জামান মণ্ডল।

অপরদিকে, ৭নং ওয়ার্ড থেকে বর্তমান কাউন্সিলর মো. হাবিবুল্লাহ্ ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন কাউন্সিলর প্রার্থী হয়েছেন। তারা দুজনই সম্পর্কে খালাতো ভাই। তাদের দুজনে মা সম্পর্কে চাচাতো বোন।

৮নং ওয়ার্ডের ভাতিজার প্রতিদ্বন্দ্বী চাচা বর্তমান কাউন্সিলর ইজ্জত আলী ফকির বলেন, এর আগেও একাধিকবার নির্বাচন করেছি। গত নির্বাচনে জনগণ বিপুল ভোটের ব্যবধানে জয়ী করে ওয়ার্ডবাসী সেবা করার সুযোগ দিয়েছে। এবারও ওয়ার্ডবাসী আমাকে নির্বাচিত করবে আশা
ব্যক্ত করে তিনি।

এদিকে, একই ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করছেন তার আপন ভাতিজা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. কামাল ফকির।

তিনি বলেন, আমি উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি। বিশ্বাস করি ৮নং ওয়ার্ডের জনগণ সততার বিচারে আমাকে কাউন্সিলর নির্বাচিত করবেন।

৪নং ওয়ার্ড থেকে আপন চাচাতো ভাই বর্তমান কাউন্সিলর মো. শাহজাহান মণ্ডল ও সাবেক কাউন্সিলর কামরুজ্জামান মণ্ডলের মধ্যে হবে ভোটের লড়াই। এ লড়াইয়ে জিততে কেউ কাউকেই ছাড় দিতে নারাজ।

জয়ের ব্যাপারে আশাবাদী বর্তমান কাউন্সিলর মো. শাহজাহান মণ্ডল বলেন, গত নির্বাচনে জনগণ ভোট দিয়ে কাউন্সিলর হিসেবে এলাকার উন্নয়ন করার সুযোগ দিয়েছিলেন। এখনও অনেক কাজ অসমাপ্ত থাকায় এবারের নির্বাচনে প্রার্থী হয়েছি। অন্যান্য প্রার্থীর চাইতে বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে আশা করছেন তিনি।

তবে সাবেক কাউন্সিলর কামরুজ্জামান মণ্ডল জানান, গত পাঁচ বছর জনগণের আশার চাইতে প্রাপ্তি ছিল খুব নগণ্য। সাধারণ ভোটারের ব্যাপক সমর্থন পাচ্ছি বলে জানান তিনি।

অপরদিকে, ৭নং ওয়ার্ড থেকে বর্তমান কাউন্সিলর মো. হাবিবুল্লাহ্ ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন কাউন্সিলর প্রার্থী হয়েছেন। তারা দুজনই আপন খালাতো ভাই। আবার জয়ের ব্যাপারে দুজনই আশাবাদী।

বর্তমান কাউন্সিলর যুবলীগ নেতা মো. হাবিবুল্লাহ্ জানান, জনগণের প্রাপ্তিটুকু সঠিকভাবে পৌঁছে দিতে পারায় কাউন্সিলর হিসেবে জনগণ তাকে বেছে নিবে।
অপর প্রার্থী আবুল হোসেন বলেন, প্রত্যাশার তুলনায় প্রাপ্তি খুব কম ছিল। তাই সাধারণ ভোটাররা এবার প্রার্থী নির্বাচনে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিবে। জনগণকে দেয়া কথা নির্বাচনে জয়ী হলে তা অক্ষরে অক্ষরে পূরণ করবো।

উল্লেখ্য, ২৬টি কেন্দ্রের ১৯০টি বুথে আগামী ১৬ জানুয়ারী এ পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৬৭হাজার ৯২৭জন ভোটারের মন জয় করতে ৬৪জন প্রার্থী ভোটের মাঠে লড়ছেন। সবগুলো কেন্দ্রেই ভোট ইভিএমে নেয়া হবে জানা গেছে। আওয়ামীলীগ-বিএনপি প্রার্থীসহ মেয়র পদে ৪জন, কাউন্সিলর পদে ৪৯জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১জন প্রতিন্ধীতা করছেন।

গাজীপুর কথা