ঢাকা,  বুধবার  ২৪ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

চোখের নিচে কালো দাগ দূর করার কার্যকরী পাঁচ উপায়

প্রকাশিত: ০৮:০০, ২৬ জুন ২০২০

চোখের নিচে কালো দাগ দূর করার কার্যকরী পাঁচ উপায়

চোখের নিচে কালো দাগ থাকলে চেহারা মলিন দেখায়। যা আপনার পুরো চেহারার সৌন্দর্য নষ্ট করে দেয়। অনেক সময় মেকআপ করেও এই দাগ লুকিয়ে রাখা সম্ভব হয় না।
চোখের নিচের কালো দাগ দূর করতে কোনো প্রসাধনী নয়, ভরসা রাখুন ঘরোয়া উপাদানে। হ্যাঁ, ঘরোয়া কিছু উপাদান রয়েছে যা ব্যবহারে এই দাগ খুব সহজেই দূর হয়ে যাবে। দেরি না করে চলুন জেনে নেয়া যাক সেই উপায়গুলো-  

টমেটো-লেবু

এক চা চামচ টমেটোর সঙ্গে মিশিয়ে নিন এক চা চামচ লেবুর রস। মিশ্রণটি চোখের নিচে লাগান। ১০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। দিনে দুইবার এই প্যাক ব্যবহার করুন। 

ঠাণ্ডা দুধ

কটন বল ঠাণ্ডা দুধে ভিজিয়ে নিন। এটি চোখের নিচে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে কালচে ভাব তো দূর হবেই, একইসঙ্গে কমবে ফোলা ভাবও।

কাজু-দুধ 

কাজু বাদামের সঙ্গে দুধ মিশিয়ে বেটে নিন। এই মিশ্রণ চোখের চারপাশে লাগান। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ফলাফল দেখতে পাবেন নিজেই। 

কমলা-গ্লিসারিন 

কমলার রসের সঙ্গে দুই ফোঁটা গ্লিসারিন মেশান। এটি চোখের নিচে লাগালে কালো দাগ দূর হবে। সে সঙ্গে উজ্জ্বল হবে ত্বকও। 

বাদাম তেল

রাতে ঘুমাতে যাওয়ার আগে চোখের চারপাশে বাদাম তেল ম্যাসেজ করে নিন। এতে চোখের কালচে দাগ দূর হওয়ার পাশাপাশি চোখের চামড়া টানটান হবে।

গাজীপুর কথা