ঢাকা,  বৃহস্পতিবার  ১৮ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

চার বিভাগে বজ্রসহ ভারী বৃষ্টির আভাস

প্রকাশিত: ০৯:০৪, ২২ জুন ২০২১

চার বিভাগে বজ্রসহ ভারী বৃষ্টির আভাস

আজ দেশের চার বিভাগে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসের খবরে আরও বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যস্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

এদিকে, খুব ভোরে রাজধানীতে ভারী বৃষ্টিপাত হয়েছে। একটানা প্রায় দু’ঘণ্টার বৃষ্টিতে ঢাকার রাস্তার কোথাও কোথাও পানি জমে যায়। এতে মানুষের চলাচলে বিঘ্নের সৃষ্টি হয়েছে। এখনও থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

গাজীপুর কথা