ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ঘরের স্যাঁতসেঁতে ভাব যেভাবে দূর করবেন

প্রকাশিত: ০৭:৪৯, ৫ আগস্ট ২০২০

ঘরের স্যাঁতসেঁতে ভাব যেভাবে দূর করবেন

গ্রীষ্মের তীব্র দাবদাহের পর আসে বর্ষা। পৃথিবী যেন নতুন প্রাণ ফিরে পায়। বর্ষার স্যাঁতস্যাতে আবহাওয়াতে যেন ব্যাকটেরিয়া ভাইরাস জেগে ওঠে। পোকামাকড়ের প্রজনন সময়ও এটি। এছাড়াও আরও নানান সমস্যা বয়ে নিয়ে আসে বর্ষাকাল।

বর্ষা আসার সাথে সাথে বাড়ি-ঘর স্যাঁতসেঁতে, ফাঙ্গাস এবং বিভিন্ন ধরনের সংক্রমণ মানুষের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতিতে নিজেকে সুস্থ রাখার পাশাপাশি নিজেদের বাড়ি-ঘরও সংক্রমণ মুক্ত রাখা খুবই জরুরি। তাহলে আসুন জেনে নিই কীভাবে বর্ষাকালে আপনার বাড়িকে স্যাঁতসেঁতে এবং ছত্রাক বা ফাঙ্গাস থেকে দূরে রাখবেন।

এইভাবে বাড়ি-ঘরকে স্যাঁতসেঁতে এবং ছত্রাক থেকে দূরে রাখুন-

১)  ঘরে সূর্যের আলো প্রবেশ করতে দিন। বাড়ির দরজা, জানালা যতদুর সম্ভব খোলা রাখুন।

২) সপ্তাহে অন্তত একদিন রান্নাঘর ভালো কীটনাশক দিয়ে পরিষ্কার করুন।

৩) লবঙ্গ এবং দারুচিনি পানিতে প্রায় আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর এই পানি ফুটিয়ে এটি রুম ফ্রেশনার হিসেবে ব্যবহার করুন। 

৪) সবথেকে বেশি পানি ব্যবহৃত হয় এবং সূর্যের আলো সঠিকভাবে পৌঁছতে পারে না, এমন জায়গাগুলো শুকনো রাখার চেষ্টা করুন। বাথরুমের টাইলসের ফাঁকে ফাঁকে ময়লা লেগে থাকলে তা ভালোভাবে পরিষ্কার করা অবশ্যই জরুরি।

৫) স্যাঁতসেঁতে হয়ে খারাপ হয়ে যাওয়া দেওয়ালগুলি ঠিক করতে, ফাটলগুলিতে ওয়াটারপ্রুফ চুন ভরে দিন। এর ফলে আবার সেই জায়গা স্যাঁতসেঁতে হবে না।

৬) আলমারিতে ন্যাপথলিন রেখে দিন, সব ধরনের আর্দ্রতা থেকে দূরে রাখে এটি। কাপড়কেও ঠিক রাখে।

গাজীপুর কথা