ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ঘণ্টায় ৭৭০০০ মাইল বেগে ছুটছে ভয়ঙ্কর এক গ্রহাণু

প্রকাশিত: ১৬:৩০, ১২ মার্চ ২০২১

ঘণ্টায় ৭৭০০০ মাইল বেগে ছুটছে ভয়ঙ্কর এক গ্রহাণু

মাঝে মাঝেই মহাজাগতিক ত্রাসের কথা শোনা যায়। যার জন্য ঝুঁকিতে পড়ার আশঙ্কা তৈরি হয় পৃথিবীর। এর মধ্যে একটি অন্ধকার মহাকাশ থেকে প্রচণ্ড গতিতে ছুটে আসা কোনও মহাজাগতিক বস্তু। ফের একই শঙ্কার কথা জানিয়েছে নাসা। খবর জি নিউজের।

জানা গেছে, এ সৌর-সংসারের বৃহত্তম গ্রহাণুটি ২১ মার্চ নাগাদ পৃথিবীর কান ঘেঁষে চলে যাবে। ভয়ঙ্কর এই গ্রহাণুটি প্রতি ঘণ্টায় ৭৭০০০ মাইল বেগে ছুটে যাবে। যা অত্যন্ত ভয়ানক ব্যাপার। ২০ বছর আগে এটি আবিষ্কার হয়েছিল। 

তবে আর্থ অবজেক্ট স্টাডিজে'র  প্রধান পল খোডাস পরিষ্কার আশঙ্কা উড়িয়ে জানালেন, এই গ্রহাণুটির কোনও ভাবেই পৃথিবীর গায়ে এসে পড়ার আশঙ্কা নেই। পৃথিবী থেকে ২০ লক্ষ কিলোমিটার দূর দিয়ে যাবে এটি। দক্ষিণ আকাশ দিয়ে যখন এটি ছুটে যাবে তখন এটি সব চেয়ে উজ্জ্বল থাকবে।

গাজীপুর কথা