ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গ্রাম বাঁচাতে গাছে কোয়ারেন্টাইনে ৭ যুবক

প্রকাশিত: ০৫:০৩, ৩০ মার্চ ২০২০

গ্রাম বাঁচাতে গাছে কোয়ারেন্টাইনে ৭ যুবক

বাড়িতে আলাদা কক্ষ না থাকায় গাছে কোয়ারেন্টাইনে থেকে আলোচনায় ভারতের পশ্চিমবঙ্গের সাত যুবক।

দেশজুড়ে লকডাউন ঘোষণার আগেরদিন কোনোরকমে চেন্নাই থেকে পুরুলিয়ায় ফেরেন তারা। বাড়ি ফিরেই থানা হয়ে হাসপাতালে যান ওই সাত জন। চিকিৎসক তাদের পরামর্শ দেন ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার। ঘরে আলাদা কোনো কক্ষ না থাকায় বিপাকে পড়েন তারা। গ্রামবাসীর সহায়তায় হাতি তাড়াতে গাছে তৈরি করা মাচাতেই ঠাঁই হয় তাদের। গাছের নিচে প্রয়োজনীয় খাবার রেখে যেতেন বাড়ির লোকজন।

খবর পেয়ে গাছ থেকে নামিয়ে তাদের বাড়িতে পর্যবেক্ষণে থাকার পরামর্শ দেয় প্রশাসন। ভারতে করোনা ছড়িয়ে পড়ায় সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। এ পর্যন্ত ৯৮৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২৬ জন। নিজে এবং পরিবারকে রক্ষায় গাছে থাকার সিদ্ধান্ত মেনে নেন বলে জানান চেন্নাইফেরত বিজয় সিং লায়া।

তিনি বলেন, চিকিৎসক আমাদের বাড়িতে থাকার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতে বলেছেন। কিন্তু বাড়িতে আমাদের নিজেদের কক্ষ নেই। তাই আমরা গাছে থাকার সিদ্ধান্ত নিয়েছি। এতে আমাদের কোনো সমস্যা হয়নি।

গাজীপুর কথা