ঢাকা,  বৃহস্পতিবার  ১৮ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গুরুদাসপুরে প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পেল অসহায় পরিবার

প্রকাশিত: ১৬:৪৫, ২১ অক্টোবর ২০২০

গুরুদাসপুরে প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পেল অসহায় পরিবার

নাটোরের গুরুদাসপুরে গ্রাম্য মাতবরদের দেওয়া ফতোয়ায় একঘরে করে রাখা অসহায় একটি পরিবারকে রক্ষা করার পর প্রধানমন্ত্রীর দেওয়া ঘর উপহার দিয়েছেন ইউএনও মো. তমাল হোসেন। বুধবার দুপুরের দিকে সেই পরিবার ও ঘর পরিদর্শন করেন ইউএনও।

এসময় ভুক্তভোগী মর্জিনা বেগম বলেন, গ্রামের লোকজন আমাদের মিথ্যা অপবাদ দিয়ে একঘরে করে রেখেছিল। ঘটনাটি ইউএনও স্যার জানতে পেরে আমাদের একঘরে থেকে রক্ষা করেন এবং আমাদের একটি ঘর দেওয়ার কথা জানান। প্রধানমন্ত্রীর দেওয়া উপহার পেয়ে আমরা এখন ভালো আছি।

ইউএনও তমাল হোসেন বলেন, তারা প্রধানমন্ত্রীর দেওয়া ঘরটি পাওয়ার যোগ্য ছিল। তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য সাধ্যমত চেষ্টা করেছি। উপজেলা প্রশাসন এসব মানুষের পাশে সবসময় থাকবে।
উল্লেখ্য, গত ১৩ জুন উপজেলার নাজিরপুর ইউনিয়নের দেবোত্তর গরিলা গ্রামের মর্জিনা বেগমের (৫০) সাথে তার মেয়ে জামাইয়ের (৩৬) অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে গ্রাম্য মাতবররা একঘরে করে রাখার ফতোয়া দেন। এরপর থেকে স্বামীর ঘর ছেড়ে মায়ের বাড়িতে অবস্থান করছিল মেয়ে।

গাজীপুর কথা