ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গুজব প্রতিরোধে নতুন ফিচারের পরীক্ষা করল হোয়াটসঅ্যাপ

প্রকাশিত: ০৩:৪৭, ২৭ মার্চ ২০২০

গুজব প্রতিরোধে নতুন ফিচারের পরীক্ষা করল হোয়াটসঅ্যাপ

ভুয়া তথ্য বা গুজব ছড়ানো ঠেকাতে একাধিক পদক্ষেপ নিয়েছে মার্কিন টেক জায়ান্ট হোয়াটসঅ্যাপ। এরই অংশ হিসেবে একটি নতুন ফিচারের পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে প্রতিষ্ঠানটি।

ওয়েবেটাইনফো ওয়েবসাইটে প্রকাশিত এক রিপোর্টে বলা হয় যে, তাদের নতুন এ ফিচারে ফরোয়ার্ড করা যাবে এমন যেকোনো মেসেজের পাশে একটি ওয়েব বাটন থাকবে। হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন ২.২০.৯৪ এ নতুন ফিচারটি এরই মধ্যে পৌঁছে গেছে। এই সার্চ বাটনে ক্লিক করে ফরোয়ার্ড করা যেকোনো মেসেজ সহজেই সার্চ ইঞ্জিন গুগলে খোঁজ করা যাবে।

এই জনপ্রিয় মেসেজিং অ্যাপ ব্যবহার ভুয়া তথ্য মেসেজ ফরোয়ার্ডের মাধ্যমে ছড়ানো হয়। তাই ফরোয়ার্ড করা সব মেসেজের পাশে সার্চ অপশন নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। আপাতত বিটা আপডেটে এ ফিচারটি পৌঁছেছে। সূত্র: এনডিটিভি।

গাজীপুর কথা