ঢাকা,  বুধবার  ২৪ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরের স্টিল মিলে দগ্ধ আরো একজনের মৃত্যু

প্রকাশিত: ০৪:২৪, ১৫ সেপ্টেম্বর ২০২০

গাজীপুরের স্টিল মিলে দগ্ধ আরো একজনের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে এসএস স্টিল মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ মোজোম্মেল নামে চিকিৎসাধীন আরো একজন শ্রমিক মারা গেছেন। 
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থশংকর পাল এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, সোমবার ভোরে ওই শ্রমিক মারা যান।

এর আগে গত শনিবার দুলাল নামের আরো একজন মারা যান। চিকিৎসাধীন বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা রাজধানীর শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

গত বৃহস্পতিবার ভোরে গাজীপুরের টঙ্গী এসএস স্টিলে মিলের ফার্নেস থেকে তরল লোহা ছিটকে পড়ে ৪ শ্রমিক দগ্ধ হন। এদের মধ্যে মোজাম্মেল ও দুলালের অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। শ্বাসনালীসহ তাদের শরীরের ৯০ ভাগ পুড়ে গিয়েছিলে। আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় দুজনেরই মৃত্যু হয়। বাকি ৫০ শতাংশ দগ্ধ হওয়া নিলয় ও রিপন চিকিৎসা নিচ্ছেন জরুরি বিভাগে। 

এদিকে দগ্ধ রোগীদের স্বজনরা টঙ্গীর এসএস স্টিল মিল মালিকপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ করেছেন। তাদের মতে, স্টিল কারখানায় এ ধরনের ফার্নেসে লোহা গলাতে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন শ্রমিকরা।

গাজীপুর কথা