ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরের ভাওয়াল শালবন সেজেছে নতুন সাজে

প্রকাশিত: ১৬:৩৬, ১১ এপ্রিল ২০২১

গাজীপুরের ভাওয়াল শালবন সেজেছে নতুন সাজে

বসন্তের এ সময় গাজীপুরের ভাওয়াল শালবন সেজেছে নতুন সাজে। বনের ভেতর ফুলের অপরূপ সৌন্দর্য দেখতে আর নানা পাখির গুঞ্জন শুনতে প্রকৃতি প্রেমিরা প্রতিদিন ভীড় করছেন এখানে।

গাজীপুর সদর উপজেলার বিশিয়া,ডগরী ও রাজেন্দ্রপুর এলাকার এ শালবন এলাকার সৌন্দর্য দেখতে হাজারো মানুষ ঘুরে বেড়াতে আসেন পরিবারের সদস্যদের নিয়ে।

ডগরী গ্রামের মনিরুজ্জামান, বাহারুল ইসলামসহ অনেকেই জানালেন করোনাকালেও প্রকৃতি প্রেমিরা জেলার নানা স্থান থেকে বিনোদনের জন্য শালবনে এসে উপভোগ করছেন ওই সৌন্দর্য । শতশত বানর খেলা করছে এ বনে। শোনা যায় পাখির কলরব। সব মিলিয়ে ভাওয়াল শালবনের অপরূপ সৌন্দর্য যোগ করেছে আনন্দের এক নতুন মাত্র।

রাজেন্দ্রপুর বিট অফিসার মোস্তাফিজুর রহমান বলেন পুরো শালবন ভরে গেছে ফুলে ফুলে। যা দেখতে দুর থেকেও লোকজন আসে।

নানা ফলে সুশোভিত দৃষ্টিনন্দন ওই দৃশ্য যে কারো মনকে রাঙিয়ে দেবে আর বিমোহিত করবে বলে জানান স্থানীয় সাংবাদিক মোবারক হোসেন।

গাজীপুর কথা