ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরের বাঘের বাজার এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ১২:৫২, ২৮ ডিসেম্বর ২০২০

গাজীপুরের বাঘের বাজার এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বাঘের বাজার হাই স্কুল রোড, পেনট্যাক্স ও লিথীর সংলগ্ন এলাকায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপক প্রকৌশলী মো. সুরুয আলম এর নেতৃত্বে অবৈধ গ্যাস পাইপ লাইন বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করেছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ

রোববার (২৭ ডিসেম্বর ) সকাল সাড়ে নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত অভিযান পরিচালনাকালে ঐ এলাকার ৮টি স্পর্টে অবৈধভাবে স্থাপিত ১ ও ২ ইঞ্চি এবং ৩/৪ ব্যাসের সাড়ে তিন কিলোমিটার পাইপ লাইনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে প্রায় ৭০০শত বাড়ীর ১৫০০ শত অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক সুরুজ আলম জানান, এই এলাকায় এর আগেও অভিযানে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কিন্ত কিছু অসাধু দালাল কর্তৃক আবার ও প্রতি বাড়ি থেকে টাকা তুলে ফের অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে পেনট্যাক্স এবং লিথী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিনি আরো জানান, গাজীপুর জেলা প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে।

অবৈধ গ্যাস পাইপ লাইন বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনাকালে ব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম এর সাথে ছিলেন প্রকৌ.এস. এম. আবু সুফিয়ান, প্রকৌ. মির্জা শাহনেওয়াজ লতিফ ও  মো. মোশাররফ হোসেন(রাজস্ব)- উপব্যবস্থাপকবৃন্দ, প্রকৌ. কে. এইচ. ফয়সাল আহমেদ ও প্রকৌ. শেখ জাবের নূরানী-সহকারী প্রকৌশলীদ্বয়, জনাব মো. সাবিনুর রহমান (মি.ও ভি)-উপ-সহকারী প্রকৌশলী এবং রাজস্ব উপশাখার জনাব মো. ইকবাল হোসেন চৌধুরী – সহকারী কর্মকর্তাসহ টেকনিক্যাল টিম উপস্থিত ছিলেন

গাজীপুর কথা