ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরের টঙ্গীতে লাখো গ্রাহক পাচ্ছেন বিদ্যুতের প্রি-পেইড মিটার

প্রকাশিত: ১৬:৪৬, ২২ ফেব্রুয়ারি ২০২০

গাজীপুরের টঙ্গীতে লাখো গ্রাহক পাচ্ছেন বিদ্যুতের প্রি-পেইড মিটার

গাজীপুরের টঙ্গীতে এক লাখ গ্রাহককে বিদ্যুতের প্রি-পেইড মিটার সংযোগ দেয়া শুরু করেছে ডেসকো। শনিবার টঙ্গীর চেরাগ আলী মার্কেটের গ্রামীণফোন সেন্টারে প্রথম মিটারের সংযোগের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
এ উপলক্ষে একটি আলোচনা সভা হয়েছে। সভায় বক্তারা বলেন, টঙ্গী পূর্ব-পশ্চিম জোনের এক লাখ আবাসিক ও বাণিজ্যিক গ্রাহককে বিদ্যুতের প্রি-পেইড মিটার সংযোগ দেয়া শুরু হয়েছে। প্রতিদিন এক হাজার ২৩৯টি মিটারের সংযোগ দেয়া হবে। ডিসেম্বরের মধ্যেই এ কার্যক্রম শেষ হবে। ১৩৯ কোটি টাকার এ প্রকল্পে কাজ করছেন ৫৩৯ জন কর্মী।

তারা আরো বলেন, প্রি-পেইড মিটার হুবহু মোবাইলের মতোই। মিটারে ব্যালেন্স থাকলে বিদ্যুৎ সরবরাহ সচল থাকবে।

সভায় উপস্থিত ছিলেন টঙ্গী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নূরুল ইসলাম, প্রি-পেইড মিটার প্রকল্পের পরিচালক জ্যোতিস চন্দ্র রায়, উপ-পরিচালক ইঞ্জিনিয়ার শওকত আলী প্রমুখ।

গাজীপুর কথা