ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৩টি ওয়ার্ডের লকডাউন প্রত্যাহার

প্রকাশিত: ১৪:১৩, ৪ জুলাই ২০২০

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৩টি ওয়ার্ডের লকডাউন প্রত্যাহার

গাজীপুরে কালীগঞ্জ পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে রেড জোন বাস্তবায়নে চলমান লকডাউন শনিবার সকাল থেকে প্রত্যাহার করা হয়েছে। ফলে, রেড জোন এলাকার লোকজন আজ থেকে স্বাভাবিকভাবে চলাচল করতে পারবেন।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শিবলী সাদিক লকডাউন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ১৩ জুন থেকে লডডাউন বাস্তবায়নের লক্ষে শুধুমাত্র ঔষধের দোকান ছাড়া সব ধরণের দোকানপাট, হাটবাজার, দুরপাল্লাসহ সবধরণের যানবাহনও বন্ধ রাখা হয়।

সংক্রমণের হার বিবেচনায় এনে এবং করোনা ভাইরাস প্রতিরোধে লক্ষ্যে জেলার কালীগঞ্জ পৌরসভার ৪, ৫ এবং ৬ নং ওয়ার্ডকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়। ‘রেড জোন’ এলাকায় সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে করতে ১২ জুন ১২টা পর থেকে লকডাউনের ব্যবস্থা নেয়া হয় এখানে। 
 

গাজীপুর কথা