ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরের কালিয়াকৈরে ভুয়া পুলিশ আটক

প্রকাশিত: ১৭:৩৯, ২১ মার্চ ২০২০

গাজীপুরের কালিয়াকৈরে ভুয়া পুলিশ আটক

গাজীপুরের কালিয়াকৈরে পুলিশ পরিচয় দেয়ায় এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। গত শুক্রবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মাছের আড়ৎ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার যুবক কুমিল্লা জেলার কোতয়ালি উপজেলার পশ্চিম মাঝি গাছা এলাকার মামুন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চন্দ্রা ত্রিমোড় এলাকায় ফুটপাতের এক দোকান থেকে কিছু পণ্য ক্রয় করে ওই যুবক।
দোকানদার তার কাছে পণ্যের দাম চাইলে তিনি পুলিশ পরিচয় দিয়ে বলেন, ‘আমি চন্দ্রা পুলিশ বক্সের পুলিশ ওখান থেকে টাকা নিয়ে আসিস।’

পরে ওই যুবক ঢাকাগামী একটি পরিবহনে ওঠে পালানোর চেষ্টা করে। দোকানদার টের পেয়ে সালনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এএসআই) জাহিদ হাসান জুলেয়কে জানালে চন্দ্রা মাছের আড়ৎ এলাকায় গাড়িটির গতিরোধ করে তাকে আটক করে।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশের একটি টহলটিম ঘটনাস্থলে এসে যুবকের থেকে একটি ওয়্যারলেস উদ্ধার করে বলে জানান থানার উপ-পরিদর্শক (এএসআই) রাখাল চন্দ্র দেবনাথ।

গাজীপুর কথা