ঢাকা,  বুধবার  ২৪ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরের কালিয়াকৈরে বীর মুক্তিযোদ্ধাদের নামে সড়কে নামকরণ

প্রকাশিত: ০৬:০৮, ৬ জানুয়ারি ২০২১

গাজীপুরের কালিয়াকৈরে বীর মুক্তিযোদ্ধাদের নামে সড়কে নামকরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় ৪১টি আঞ্চলিক সড়কে বীর মুক্তিযোদ্ধাদের নামে নামফলক লাগানো হয়েছে। এ নামফলক উন্মোচন হওয়ায় বীর মুক্তিযোদ্ধারা আনন্দ প্রকাশ করেন। 

এছাড়াও উপজেলায় শতাধিক সড়কে জীবিত ও শহীদ মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ ও ফলক লাগানো হবে বলে উপজেলা পরিষদ জানিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মতে ২০১৩ সালে বাংলাদেশের প্রতিটি উপজেলায় নতুন করে যে রাস্তা নির্মাণ করা হবে সেগুলো ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যে সকল বীর মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেছেন তাদের নামে নামকরণ করা হবে। 
এরই ধারাবাহিকতায় কালিয়াকৈরে তিনশত মুক্তিযোদ্ধাদের মধ্যে থেকে ১৬ ডিসেম্বর ৪১ জন মুক্তিযোদ্ধাদের নামে নামফলক বসিয়েছে উপজেলা পরিষদ। যার নির্মাণ ব্যয় প্রায় সাড়ে চার লাখ টাকা।

কালিয়াকৈর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ জানান, উপজেলার অর্থায়নের বীর মুক্তিযোদ্ধাদের নামে সড়কে নামফলক উন্মোচন হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের নামে ফলক করা হবে।

গাজীপুর কথা