ঢাকা,  বুধবার  ২৪ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় এক ব্য‌ক্তির মৃত্যু

প্রকাশিত: ১৪:১৫, ১৯ জুন ২০২০

গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় এক ব্য‌ক্তির মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপ‌জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় অজ্ঞাতনামা গাড়ীর ধাক্কায় কামাল হোসেন (৪৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সা‌ড়ে ৫টার দি‌কে উপ‌জেলার চন্দ্রা পল্লী‌বিদ্যুৎ ডিভাইন কারখানার সাম‌নে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘ‌টে।
নিহত কামাল হোসেন কালিয়াকৈর পৌরসভার পূর্ব চান্দনা এলাকার মৃত. হায়দার আলীর ছেলে। তি‌নি এপেক্স ফুটওয়্যার লিমিটেডের সুইং সেকশনে চাকরি কর‌তেন।
প্রত্যক্ষদর্শী‌দের বরাত দি‌য়ে ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার সকাল ভোর সা‌ড়ে পাঁচটার দি‌কে কারখানার দি‌কে যাচ্ছিল।

এসময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকার ডিভাইন কারখানার সাম‌নে পৌ‌ছ‌লে গাজীপুর গা‌মি অজ্ঞাতনামা এক‌টি গা‌ড়ি কামাল হে‌সে‌নের বাইসা‌কে‌লে পিছন দি‌কে ধাক্কা দেয়।
এ‌তে কামাল হো‌সেন রাস্তায় প‌রে গি‌য়ে মাথায় আঘাত প্রাপ্ত হ‌য়ে ঘটনাস্থ‌লেই মারা যায়। প‌রে স্বা‌নিয়রা পু‌লি‌শে খবর দি‌লে হাইওয়ে পুলিশ মর‌দেহ উদ্ধার করে।
সালনা (কোনাবা‌ড়ি)‌ হাইওয়ে থানার উপ-প‌রিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হোসেন জানান, সকাল সা‌ড়ে ৫টার দি‌কে উপ‌জেলার চন্দ্রা পল্লী‌বিদ্যুৎ এলাকায় মহাসড়‌কে অজ্ঞাতনামা গা‌ড়ি ধাক্কায় এক ব্যক্তি নিহ‌ত হয়। খবর পে‌য়ে ঘটনাস্থলে পৌ‌ছে মর‌দেহ উদ্ধার করা হয়।
প‌রে নিহতের আত্মীয় স্বজনদের পক্ষ থে‌কে কোন অ‌ভি‌যোগ না থাকায় আইনী প্রক্রিয়া শেষ ‌বিনা ময়না তদ‌ন্তে মর‌দেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়ে‌ছে।

গাজীপুর কথা