ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে ৬ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

প্রকাশিত: ১৪:০১, ১ অক্টোবর ২০২০

গাজীপুরে ৬ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আগামী ৪ থেকে ১৭ অক্টোবর গাজীপুর জেলায় ৬ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার গাজীপুর সার্কিট হাউজ মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সাথে এক অ্যাডভোকেসি সভায় এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৯৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া ৬ থেকে ১১ মাস বয়সী ৭০ হাজার ৩৩৫ জন শিশুকে নীল রঙের একটি এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫ লাখ ২৫ হাজার ৩৩৩ জন শিশুকে লাল রঙের একটি ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। 
জেলার পাঁচটি উপজেলা, ৪৫টি ইউনিয়ন, একটি সিটি কর্পোরেশন ও তিনটি পৌরসভায় ২ হাজার ৮৫৮টি কেন্দ্রে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সভায় মূল বিষয়বস্তু উপস্থাপন করেন ডা. মো. সাইফুল ইসলাম।

গাজীপুর কথা

আরো পড়ুন