ঢাকা,  মঙ্গলবার  ২৩ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে ২৪ ঘণ্টায় নতুন ৭৯ জন করোনায় আক্রান্ত, মৃত ২

প্রকাশিত: ১৭:১১, ১৪ এপ্রিল ২০২১

গাজীপুরে ২৪ ঘণ্টায় নতুন ৭৯ জন করোনায় আক্রান্ত, মৃত ২

গাজীপুরে একদিনে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৯ জন। এ জেলায় ২৪ ঘণ্টায় ২ জন মৃত্যুবরণ করেছেন।
বুধবার (১৪ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৪৯০ জনের নমুন পরীক্ষার ফলাফলে ৭৯ জন রোগীর শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। এরমধ্যে গাজীপুর সদর উপজেলায় ৬৩ জন, কালীগঞ্জ উপজেলায় ১০ জন, কালিয়াকৈর উপজেলায় ৪ জন ও কাপাসিয়া ও শ্রীপুর উপজেলার একজন।

জেলায় এ পর্যন্ত ৬৯ হাজার ৬৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার ফলাফলে ৮ হাজার ৮৬৯ জন রোগীর শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে।

সিভিল সার্জন আরও জানান, এরমধ্যে গাজীপুর সদর উপজেলার ৫ হাজার ৮৬৬ জন, কালীগঞ্জ উপজেলায় ৭০৭৩ জন, কালিয়াকৈর উপজেলায় ৮৯১ জন, কাপাসিয়া উপজেলায় ৫৮১ জন ও শ্রীপুর উপজেলায় ৮২৮ জন। তবে মোট আক্রান্তদের মধ্যে থেকে ৭ হাজার ৬৪৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ জেলায় করোনায় আক্রান্ত হয়ে ১৫৩ জন মৃত্যুবরণ করেছেন।

গাজীপুর কথা

    আরো পড়ুন